Thank you for trying Sticky AMP!!

চট্টগ্রামে একসঙ্গে চার সন্তান প্রসব

চট্টগ্রাম জেলার মানচিত্র

একসঙ্গে চার সন্তান প্রসব করেছেন চট্টগ্রামের  মহেশখালী পৌরসভার বাসিন্দা কোহিনুর আক্তার (২৪) নামে এক গৃহবধূ। এর মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে। গতকাল শনিবার দুপুরে টেকনিক্যাল এলাকার বেসরকারি সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেয় এই চার শিশু।

জানা যায়, কক্সবাজারের মহেশখালী পৌরসভার গোরকাঘাটা সিকদারপাড়া এলাকার বাসিন্দা দুবাইপ্রবাসী ওমর ফারুকের স্ত্রী কোহিনুর আক্তার। তাঁর চার সন্তানের আগে এক কন্যাসন্তান রয়েছে। হাসপাতালের প্রসূতি বিভাগের প্রধান নাছিমা আকতার অস্ত্রোপচার করেন।

সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আবুল মনসুর মো. দিদারুল আলম বলেন, সাউদার্ন হাসপাতালে একসঙ্গে চার শিশুর জন্ম হয়েছে। প্রসূতি ও চার শিশু সুস্থ আছে।

সাউদার্ন মেডিকেল কলেজের ব্যবস্থাপক পিন্টু বড়ুয়া বলেন, প্রসূতিসহ চার নবজাতকই সুস্থ আছেন বলে জানান চিকিৎসকেরা।

চার নবজাতকের আগমনে কোহিনুর খুব খুশি। কোহিনুরের বড় ভাই নাছির উদ্দীন বলেন, ‘সবাই খুব খুশি। দুই মাস আগে কোহিনুরের তিনটি সন্তান হবে বলে চিকিৎসক জানান। এরপর শহরে বাসা ভাড়া নিয়ে সাউদার্ন হাসপাতালের অধীনে চিকিৎসাধীন ছিলেন কোহিনুর। কিন্তু আজ অস্ত্রোপচার করে একসঙ্গে চার সন্তানের জন্ম হয়েছে। সবাই ভালো আছে।’

নাছির উদ্দীন বলেন, কোহিনুরের আগের মেয়েটির বয়স তিন বছর। অস্ত্রোপচার ছাড়া তার জন্ম হয়।