লাশ
লাশ

পাওনা ২০০ টাকা চাওয়ায় পিটুনি, হাসপাতালে মৃত্যু

পাওনা টাকা চাওয়ায় ফুফাতো ভাই লাঠি দিয়ে মামাতো ভাইকে পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকেলে নেত্রকোনার পূর্বধলায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে শনিবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়েছে।

মারা যাওয়া ব্যক্তির নাম নজরুল ইসলাম (৪০)। নজরুল উপজেলার ছোছাউড়া গ্রামের আক্কাছ উদ্দিনের ছেলে। তিনি পেশায় মুদির দোকানি ছিলেন। আর অভিযুক্ত ফুফাতো ভাই মানিক মিয়া একই গ্রামের আবদুল মালেকের ছেলে।

স্থানীয় বাসিন্দা, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, নজরুল ইসলাম তাঁর বাড়ির পাশে একটি মুদি ও চায়ের দোকান দিয়ে ব্যবসা করে আসছিলেন। তাঁর দোকান থেকে বাকিতে পণ্য কেনেন তাঁর ফুফাতো ভাই মানিক মিয়া। কিন্তু দীর্ঘদিন হলেও পাওনা ২০০ টাকা পরিশোধ করেননি মানিক। সম্প্রতি নজরুল তাঁর ফুফাতো ভাই মানিককে টাকা পরিশোধ করতে বেশ কয়েকবার তাগাদা দেন। শুক্রবার সকালে মানিক নজরুলের দোকানে গেলে টাকার জন্য আবার তাগাদা দেন। এ সময় দুজনের মধ্যে কথা–কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন উভয়কে থামিয়ে দেন। এতে ক্ষুব্ধ হয়ে মানিক বাড়ি ফিরে যান।

ওই দিন বিকেল সাড়ে পাঁচটার দিকে নজরুল স্থানীয় স্টেশন বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে বাড়ির পাশেই মানিক লাঠি দিয়ে নজরুলকে পিটিয়ে আহত করেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় নজরুল মারা যান।

এ বিষয়ে জানতে চাইলে মানিক মিয়ার মুঠোফোনে যোগাযোগ করলে তা বন্ধ করা যায়। খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনার পর থেকে তিনি পলাতক। তবে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, নিহত নজরুল ইসলামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।