শুভ সকাল। আজ ১৬ জুলাই, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
সারা দেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে ছাত্রদলের পর এবার রাজধানীসহ সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। এই কর্মসূচি থেকে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সতর্ক করে বলা হয়, দেশের স্বার্থে, জাতীয় ঐক্যের স্বার্থে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো ধৈর্য ধরে আছে। তবে ধৈর্যের বাঁধ ভাঙলে এর পরিণতি ভয়াবহ হবে। এদিকে বৃহস্পতিবার একই বিষয় সামনে রেখে রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে যুবদল। বিস্তারিত পড়ুন...
প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে জাহিদুল-রওনক দম্পতিসহ মোট ১৮ ব্যক্তির পক্ষে গত ৫ মে রাজধানীর গুলশান থানায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশারের বিরুদ্ধে মামলা হয়। মামলায় প্রতিষ্ঠানটির অন্য কর্মকর্তাদেরও আসামি করা হয়। বিস্তারিত পড়ুন...
জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার এক অভূতপূর্ব ঐক্যের কারণেই স্বৈরশাসক শেখ হাসিনা পালাতে বাধ্য হন। কিন্তু অভ্যুত্থানের এক বছরের মাথায় এসে বিভাজন ও বিভক্তি লক্ষ করা যাচ্ছে। যেকোনো বিপ্লব বা অভ্যুত্থানের পর ক্ষমতাকে কেন্দ্র করে বিভাজন লক্ষ করা যায়। বিস্তারিত পড়ুন...
তাদের বুকে পদক ঝোলানো, পেছনে ক্ষেপণাস্ত্রের প্রতীক। সব মিলিয়ে তারা যেন মুসলিম বিশ্বের রক্ষক, ধর্মের প্রহরী, জাতির অভিভাবক। বিশ্বের অন্যতম বড় সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে তারা। পারমাণবিক অস্ত্রের ভান্ডারও রয়েছে, আর শাসন করছে এমন একটি রাষ্ট্র, যা একসময় নিপীড়িতদের নিরাপদ আশ্রয় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। বিস্তারিত পড়ুন...
আইএমডিবি নিয়মিত বিশ্বের আলোচিত তারকাদের একটি তালিকা তৈরি করে। ‘জনপ্রিয় তারকা’ শিরোনামের এই ক্যাটাগরিতে বিশ্বের যে তারকাদের নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়, তাঁরাই শীর্ষে থাকেন। এই শীর্ষ ৫০ তারকার তালিকায় রয়েছেন বলিউডের এক অভিনেত্রী। কে সেই অভিনেত্রী? বিস্তারিত পড়ুন...