
রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের একটি কারখানায় রাসায়নিক বিস্ফোরণে ইয়াসিন (২৩) নামের একজন শ্রমিক মারা গেছেন।
এ ঘটনায় আহত দুজন শ্রমিককে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন—রাব্বি (২৬) ও বিপ্রো কুমার পিপু (২৫)।
প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান।
ওসি শাহ জামান জানান, গতকাল শনিবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়ার মোস ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং নামের কারখানায় পিকআপ থেকে রাসায়নিক ভর্তি ড্রাম নামানোর সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে মারা যান ইয়াসিন।
ওসি শাহ জামান আরও জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।