নওগাঁ শহরে জুয়েলারি ব্যবসায়ী নূর মোহাম্মদের বাসা। সেখানেই কয়েক দিন ধরে চলছে হইচই। কেউ আসছেন হাতে ফুল নিয়ে, কেউবা ফল। আসছেন সাংবাদিকেরাও। কারণ একটাই—ছোট্ট একটি ভিডিও। বাবা ও মেয়ের আবেগঘন সেই ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। নেট দুনিয়ায় ভাইরাল হওয়া প্রসঙ্গে নূর মোহাম্মদ বলেন, ‘মানুষের মনে বাপ–মেয়ে এভাবে জায়গা করে নেব, তা ভাবতে পারিনি।’