রাজধানীর কাওলা এলাকায় ট্রাকচাপায় রাজন মোল্লা (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি পেশায় গার্মেন্ট পণ্যের ব্যবসায়ী ছিলেন।
সোমবার ভোর আনুমানিক ৫টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, রাজন মোটরসাইকেলে করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে ঢাকা অভিমুখে যাচ্ছিলেন। কাওলা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. নাহিদ হাসান প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে মর্গে পাঠানো হয়।
রাজনের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলায়। তাঁর বাবার নাম মতিউর রহমান। তিনি রাজধানীর মিরপুর এলাকায় বসবাস করতেন।
দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা হয়েছে।