এবারের ‘ইনমা গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২৫’-এ আরও একটি পুরস্কার এসেছে প্রথম আলোর স্বাস্থ্য অলিম্পিয়াড উদ্যোগের হাত ধরে। ‘বেস্ট ইউজ অব অ্যান ইভেন্ট টু বিল্ড এ নিউজ ব্র্যান্ড’ শ্রেণিতে জাতীয় স্বাস্থ্য অলিম্পিয়াড উদ্যোগের জন্য তৃতীয় পুরস্কার পেয়েছে প্রথম আলো। এই শ্রেণিতে প্রথম হয়েছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত ওয়াল স্ট্রিট জার্নাল এবং দ্বিতীয় হয়েছে ভারতের হিন্দুস্তান টাইমস।
দেশব্যাপী স্বাস্থ্যসচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ১২টি অঞ্চলের স্কুলশিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হয় ‘স্বাস্থ্য অলিম্পিয়াড’। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) পরিচালনায় প্রথম আলো স্কুলের শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসেবা-সংক্রান্ত বিভিন্ন তথ্য ছড়িয়ে দিতে এবং যক্ষ্মারোগের বিস্তার রোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউএসএআইডির সহায়তায় এ আয়োজন করা হয়। আয়োজনটিতে শিক্ষার্থীরা পরীক্ষা, দেয়ালিকা ও অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেদের, পরিবারের ও সমাজের মধ্যে যক্ষ্মা এবং সার্বিক স্বাস্থ্যসচেতনতা ছড়িয়ে দিয়েছে।
এ ছাড়া আয়োজনটিকে সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে আয়োজন করা হয় একটি অনলাইন কুইজ প্রতিযোগিতা। এ আয়োজনে অসংখ্য শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, যা আরও বড় পরিসরে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দিয়েছে।