বাজারে এলপি গ্যাসের সংকট। মাটির চুলায় রান্না করছেন অনেকেই
বাজারে এলপি গ্যাসের সংকট। মাটির চুলায় রান্না করছেন অনেকেই

আজ থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ

এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড বৃহস্পতিবার থেকে সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি ও সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে। সমিতি বলছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) থেকে নতুন করে এলপিজি সিলিন্ডারের মূল্য সমন্বয় করতে হবে। প্রশাসন দিয়ে পরিবেশকদের হয়রানি ও জরিমানা বন্ধ করতে হবে। সমিতির সভাপতি সেলিম খান প্রথম আলোকে জানান, আগামীকাল বেলা তিনটায় বিইআরসি-র সাথে বৈঠকে দাবি মানা হলে বিক্রি শুরু হবে, অন্যথায় বন্ধ থাকবে।