শুভ সকাল। আজ ১ জুন, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো বলছে, গত বুধবার ঢাকায় বড় সমাবেশের পর আপাতত মাঠের কর্মসূচির কোনো লক্ষ্য নেই দলটির। এর মধ্যে ৭ জুন পবিত্র ঈদুল আজহা। ঈদ উদ্যাপনে জুনের মাঝামাঝি পর্যন্ত কেটে যাবে। এরপর জুলাই থেকে নতুন কর্মসূচি আসবে, সেটি চলবে আগস্ট পর্যন্ত। তখনই নির্বাচন প্রশ্নে সরকারের অবস্থান এবং নির্বাচনকেন্দ্রিক সামগ্রিক রাজনৈতিক গতি-প্রকৃতি স্পষ্ট হয়ে উঠতে পারে বলে নেতাদের অনেকে মনে করছেন। বিস্তারিত পড়ুন...
বিএনপি ক্ষমতার লোভে বেহুঁশ হয়ে গেছে বলে মন্তব্য করে দলটিকে হুঁশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, ‘ক্ষমতার লোভে আপনারা বেহুঁশ হয়ে গিয়েছেন। এই বেহুঁশ অবস্থা থেকে হুঁশে ফিরে আসার জন্য আমরা এখনো আপনাদের সাবধান করছি।’ বিস্তারিত পড়ুন...
একাত্তরে মুক্তিযুদ্ধের সময়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস ও মুক্তি পাওয়ার পর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বসছেন জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলাম। তাঁকে আলাদা কক্ষ দেওয়া হয়েছে। তবে এখনো দলীয় কোনো পদ বা দায়িত্বে অধিষ্ঠিত করা হয়নি এ টি এম আজহারুল ইসলামকে। দলীয় সূত্রগুলো জানিয়েছে, প্রায় ১৩ বছর ধরে কারাবন্দী থেকেও তিনি জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য নির্বাচিত হয়ে আসছেন। বিস্তারিত পড়ুন...
ভারতের সামরিক বাহিনী প্রথমবারের মতো নিশ্চিত করল, মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে তারা কয়েকটি যুদ্ধবিমান হারিয়েছে। অবশ্য তারা কতটি যুদ্ধবিমান হারিয়েছে, তার নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেনি। দেশটির সেনা সর্বাধিনায়ক (চিফ অব ডিফেন্স স্টাফ) অনিল চৌহান বলেছেন, চার দিন ধরে চলা সংঘাত কোনোভাবেই পরমাণু যুদ্ধের কাছাকাছি যায়নি। বিস্তারিত পড়ুন...
চমক—লিওনেল স্কালোনির ঘোষিত বিশ্বকাপ বাছাইয়ের দল দেখে যে কারও এমনটা মনে হতে পারে। এই মাসের মাঝামাঝি সময়ে ঘোষিত প্রাথমিক দল থেকে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন এনে ২৮ সদস্যের চূড়ান্ত দল দিয়েছেন স্কালোনি। যেখানে অভিষেকের অপেক্ষায় থাকা তিনজন খেলোয়াড়কে দলে ডেকেছেন তিনি। বিস্তারিত পড়ুন...