
পুঁজিবাজারে তালিকাভুক্ত ক্রাউন সিমেন্ট পিএলসির শেয়ারহোল্ডাররা কোম্পানির পরিচালনা পর্ষদ ঘোষিত ২১ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন। গত বুধবার বেলা তিনটায় অনলাইনে অনুষ্ঠিত কোম্পানির ৩০তম বার্ষিক সাধারণ সভায় এটি অনুমোদিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ক্রাউন সিমেন্টের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় শেয়ারহোল্ডাররা ৩০ জুন ২০২৪ তারিখে সমাপ্ত বছরের আর্থিক বিবরণী, নিরীক্ষক ও পরিচালকমণ্ডলীর প্রতিবেদন, পরিচালকগণের নির্বাচন এবং ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্তব্য বছরের জন্য বহির্নিরীক্ষক ও করপোরেট গভর্ন্যান্স নিরীক্ষক নিয়োগ এবং তাঁদের পারিশ্রমিক অনুমোদন করেন।
সভায় উপস্থিত ছিলেন ক্রাউন সিমেন্টের ভাইস চেয়ারম্যান মো. আলমগীর কবির, ব্যবস্থাপনা পরিচালক মোল্লাহ মোহাম্মদ মজনু, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান মোল্লাহ, পরিচালক মোহাম্মদ আলমাস, স্বতন্ত্র পরিচালক এম আবু ইউসুফ ও বোর্ডের প্রধান উপদেষ্টা মাসুদ খান।
এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদ্যোক্তা শেয়ারহোল্ডার মো. আশরাফুজ্জামান, মো. আবদুল আহাদ ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ আহসান উল্লাহ।
সভা পরিচালনা করেন কোম্পানির জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মো. মজহারুল ইসলাম।