বৃষ্টি-জলাবদ্ধতায় রাজধানীতে দুর্ভোগ

রাজধানীতে মঙ্গলবার দিনভর থেমে থেমে বৃষ্টি হয়েছে। কখনো ভারী, কখনোবা ঝিরি ঝিরি বৃষ্টি। কোথাও কোথাও সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছে পথচলতি মানুষ। নৌপথে গন্তব্যের উদ্দেশে চলাচল করা লোকজনকে দুর্ভোগ পোহাতে হয়েছে। ছাতা হাতে বের হওয়া মানুষেরা হয়েছেন কাকভেজা। ঢাকার বিভিন্ন এলাকা থেকে ছবিগুলো তোলা।

বৃষ্টির পানি জমেছে মিরপুর রোডে। ধানমন্ডি হকার্স মার্কেটের সামনে।
ZAHIDUL SALIM
ছাতা হাতে সড়কে বেশির ভাগ মানুষ। নীলক্ষেত মোড় এলাকায়।
যানবাহনের অপেক্ষায় লোকজন। নিউমার্কেটের সামনে।
বৃষ্টি থেকে বাঁচতে পলিথিনের ব্যাগ গায়ে জড়িয়ে রিকশা চালাচ্ছেন এক চালক। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়।
বৃষ্টি থেকে বাঁচতে কেউ ছাতা মাথায়, কেউ গায়ে পলিথিন জড়িয়ে পথ চলছেন। মিরপুর রোডে।
কেরানীগঞ্জ থেকে নৌকায় ঢাকায় আসছে মানুষ। বৃষ্টি ও বাতাসে বিপাকে আরোহীরা। সোয়ারীঘাট, বুড়িগঙ্গা নদী।
বৃষ্টির মধ্যে ছোট নৌকায় চড়ে বুড়িগঙ্গা নদী পারাপার।
পুরান ঢাকার আগা সাদেক সড়কে জলাবদ্ধতা। বিপাকে এলাকাবাসী।
সড়কে পানি, ক্রেতার অপেক্ষায় দোকানি। পুরান ঢাকার আগা সাদেক সড়ক।
একটু বৃষ্টি হলেই বাসাবাড়িতে পানি ঢোকে এই এলাকায়। পুরান ঢাকার আগা সাদেক সড়ক।