হাসপাতালে ডেঙ্গু রোগী
হাসপাতালে ডেঙ্গু রোগী

টানা ৫ দিন ধরে ডেঙ্গুতে মৃত্যু হচ্ছে

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত) দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে টানা পাঁচ দিন ধরে এডিস মশাবাহিত এ রোগে মৃত্যুর ঘটনা ঘটল। পাঁচ দিনে অর্থাৎ ২৫ থেকে ২৯ জুন ডেঙ্গুতে মারা গেছেন আটজন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮৬৭ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৪২ জনের।

আক্রান্তদের মধ্যে ৪ হাজার ৪৪৩ জন বরিশাল বিভাগের। অর্থাৎ মোট আক্রান্তদের ৪৫ ভাগই এ বিভাগের। এ বিভাগের জেলা বরগুনায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬৬৯। এখন পর্যন্ত দেশের ২৭ শতাংশ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এ জেলায়। ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১১ জন বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে। আর দেশের সবচেয়ে ডেঙ্গু আক্রান্ত জেলা বরগুনায় মারা গেছেন ৬ জন।