খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আসা মানুষ। আজ বুধবার দুপুরের দিকে বিজয় সরণি এলাকায়
খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আসা মানুষ। আজ বুধবার দুপুরের দিকে বিজয় সরণি এলাকায়

জানাজায় যোগ দিতে মানুষের ঢল

‘খালেদা জিয়া একটা অনুভূতির নাম’

‘খালেদা জিয়া একটা অনুভূতির নাম। তিনি চলে যাবেন, এটা মেনে নেওয়ার মতো নয়। তবু বাস্তবতাকে মেনে নিতে হবে। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে মানিক মিয়ায় এসেছি,’ কথাগুলো বলছিলেন মনোয়ার হোসেন।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আজ বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল নামে। এখানে আসা মানুষের মধ্যে একজন মনোয়ার হোসেন। তিনি রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।

খামারবাড়ি এলাকায় এই প্রতিবেদককে মনোয়ার বলেন, রাজবাড়ী থেকে ভোর ৫টায় রওনা হন তিনি। সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় পৌঁছান তিনি। তাঁর জানামতে, রাজবাড়ী-১ সংসদীয় আসন থেকে বিএনপির প্রায় ১০ হাজার নেতা-কর্মী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসেছেন।

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজবাড়ী থেকে ঢাকায় এসেছেন মনোয়ার হোসেন (মাঝে সাদা পোশাক পরা)। আজ বুধবার রাজধানীর খামারবাড়ি এলাকায়

ময়মনসিংহের মুক্তাগাছা থেকে জানাজায় অংশ নিতে এসেছেন শফিকুল ইসলাম। তিনি মুক্তাগাছার কাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। তিনি বলেন, দিবাগত রাত ৩টায় রওনা দিয়ে সকাল ৭টায় ঢাকায় এসে পৌঁছেছেন।

শফিকুল বলেন, ‘খালেদা জিয়া একবার ময়মনসিংহে গেলে তাঁকে দেখার সুযোগ হয়েছিল। দেশনেত্রীকে আর জনসভায় দেখার সুযোগ হবে না।’

খুলনার পাইকগাছা থেকে এসেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি এস এম রোকন সাহেবরাজ। তিনি বলেন, গতকাল রাতে খুলনা থেকে রওনা দেন। ভোরে এসে মহাখালী নামেন। সেখান থেকে হেঁটে জানাজাস্থলের দিকে যাচ্ছেন।

কুষ্টিয়া শহর কৃষক দলের সাবেক সভাপতি বাদলা আমিন চৌধুরী ঢাকায় এসেছেন গতকাল মধ্যরাতে। আজ দুপুর পৌনে ১২টার দিকে তিনি প্রথম আলোকে বলেন, খালেদা জিয়া ছিলেন দেশমাতা। তাঁকে শেষ শ্রদ্ধা ও সম্মান জানাতে তিনি তাঁর জানাজায় অংশ নিতে এসেছেন।

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হয়েছে বিপুলসংখ্যক মানুষ। আজ বুধবার দুপুরে

দুপুরের দিকে হাঁটতে হাঁটতে জানাজাস্থলের দিকে যাওয়ার সময় কয়েকজনের নারীর সঙ্গে কথা হয় প্রথম আলোর এই প্রতিবেদকের। তাঁরা বলেন, মহাখালী থেকে হেঁটে জানাজাস্থলের দিকে যাচ্ছেন। খালেদা জিয়াকে হারিয়ে দেশ একজন আপসহীন নেত্রীকে হারাল। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁরা এসেছেন।

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আজ বুধবার বেলা ৩টার পর খালেদা জিয়ার জানাজা হয়। বিএনপির নেতা-কর্মী ছাড়াও বিপুল মানুষ জানাজায় অংশ নেন।

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে কুষ্টিয়া থেকে ঢাকায় এসেছেন বাদলা আমিন চৌধুরী। আজ বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে

জানাজা ও দাফন কার্যক্রমকে ঘিরে গতকাল মঙ্গলবার রাত থেকে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

খালেদা জিয়া গতকাল সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে তাঁর স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।