Thank you for trying Sticky AMP!!

ঈদের ছুটি বাড়ানোর দাবিতে কালশীতে শ্রমিকদের বিক্ষোভ

রাজধানীর মিরপুরের কালশীতে পোশাকশ্রমিকেরা ঈদে ছুটি বাড়ানোর দাবিতে বিক্ষোভ করছেন। আজ সোমবার সকাল নয়টার দিকে তাঁরা বিক্ষোভ শুরু করেন।

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) আকলিমা আক্তার প্রথম আলোকে এ কথা জানান। আকলিমা জানান, শ্রমিকেরা রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন। তাঁরা ঈদে সাত দিন ছুটি চাইছেন।

গতকাল রোববার মিরপুরের বেশ কটি পোশাক কারখানার শ্রমিকেরা একই দাবিতে রাস্তায় নামেন।

শ্রমিকেরা বলছেন, ঈদে ছুটি পাবেন—এ আশায় তাঁরা আগে বাড়তি কাজ করেছেন।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান গতকাল বলেছেন, ঈদের সরকারি ছুটি তিন দিন। ছুটি যে কদিনই হোক, সবাইকে অবশ্যই কর্মস্থলে থাকতে হবে।

গার্মেন্টসসহ সব শিল্পকারখানার শ্রমিকদের ছুটি পাওনা থাকলে কারখানাপর্যায়ে মালিক-শ্রমিক সমন্বয় করে সিদ্ধান্ত নেবেন।

রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সম্মেলনকক্ষে আরএমজি-বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী মন্নুজান।