চুরির পণ্য উদ্ধার, দুজন গ্রেপ্তার

আমদানি করা পণ্য চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ছবি: সংগৃহীত

বিদেশ থেকে আমদানি করা পণ্য চুরিতে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি)। এ সময় চুরি হয়ে যাওয়া কাভার্ড ভ্যান ও সৌদি আরব থেকে আমদানি করা ৩৩৪ বস্তা (প্রতি বস্তায় ২৫ কেজি করে মোট ৮ হাজার ৩৫০ কেজি) প্লাস্টিক পণ্য তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়।

রাজধানীর মিন্টু রোডে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে আজ সোমবার এ কথা জানানো হয়। গত শনিবার রাজধানীর যাত্রাবাড়ী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় অভিযান চালিয়ে চুরির মালামাল উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় মো. লিটন ও বেলাল হোসেনকে।

প্রেস ব্রিফিংয়ে গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপকমিশনার মুহাম্মদ শরীফুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা কাভার্ড ভ্যানে পরিবহন করা বিভিন্ন কারখানায় ব্যবহৃত কাঁচামাল ও উৎপাদিত পণ্য চুরির সঙ্গে জড়িত। তারা কাভার্ড ভ্যান চুরিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে।

চক্রের একজন দক্ষ গাড়িচালক। নিজের পরিচয় গোপন করে ট্রাক বা কাভার্ড ভ্যানের চালকের সহকারী হিসেবে কাজ নেয়। সুযোগ বুঝে তারা মালামালভর্তি কাভার্ড ভ্যান নিয়ে পালিয়ে যায়।