
বাংলাদেশের জাতীয় প্রতীকের নকশাকার মোহাম্মাদ ইদ্রিস আজ শনিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
মোহাম্মাদ ইদ্রিস সকালে রাজধানীর বাসাবোর বাসভবনে হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তিনি এক মেয়ে, এক ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তাঁকে রংপুর শহরের মুন্সিপাড়া কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।
মোহাম্মাদ ইদ্রিস বাংলা একাডেমির আজীবন সদস্য ও ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। সদ্য স্বাধীন বাংলাদেশ সরকার তাঁর নকশা করা পানিতে ভাসমান শাপলা ফুলকে বাংলাদেশের জাতীয় প্রতীক হিসেবে নির্বাচন করে। ওই শাপলা ফুলকে বেষ্টন করে আছে দুটি ধানের শিষ। চূড়ায় পাটগাছের পরস্পর যুক্ত তিনটি পাতা এবং পাতার উভয় পাশে দুটি করে মোট চারটি তারকা রয়েছে। এ ছাড়া ১৯৭২ সালে তাঁর নকশা করা খাম ও ডাকটিকিট গ্রহণ করে ডাক বিভাগ।
মোহাম্মাদ ইদ্রিস রংপুরের মুন্সিপাড়ায় বাংলা ১৩৩৮ সনের বৈশাখ মাসে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মোহাম্মাদ বশীর উদ্দীন ও মা আছিয়া খাতুন।