Thank you for trying Sticky AMP!!

ঢাকার মালিবাগে ট্রেনের ধাক্কায় নিহত ১

রাজধানীর মালিবাগে মালবাহী ট্রেনের ধাক্কায় সাবজাল হোসেন (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

সাবজালের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে। নিহত সাবজাল পেশায় দিনমজুর ছিলেন। সাবজালের গ্রামের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াটুলা বাজারে। তাঁর বাবার নাম কবির হোসেন। তিনি মগবাজার ওয়্যারলেস গেট এলাকার একটি বস্তিতে পরিবার নিয়ে বসবাস করতেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে।

সাবজালের আত্মীয় মোহাম্মদ মানিক প্রথম আলোকে বলেন, সাবজালের স্ত্রী নার্গিস বেগম গৃহকর্মীর কাজ করেন। ভোরবেলা স্ত্রীকে সঙ্গে নিয়ে বাইরে যান। পরে মালিবাগ রেলক্রসিং এলাকায় মালবাহী ট্রেনের ধাক্কায় সাবজাল গুরুতর আহত হন।

স্থানীয় ব্যক্তিরা মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।