
রাজধানীর পরীবাগ এলাকার দুই ভবনের মাঝামাঝি জায়গা থেকে ইভানা লায়লা চৌধুরী (৩২) নামের এক নারীর নিথর দেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে পুলিশ তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, তাঁকে মৃত অবস্থায় আনা হয়েছে।
ইভানা লায়লা চৌধুরী সপরিবার পরীবাগের সাকুরা গলির নবাব হাবিবুল্লাহ রোডে একটি নয়তলা ভবনের পঞ্চম তলায় থাকতেন। তাঁর স্বামী আবদুল্লাহ মাহমুদ হাসান পেশায় আইনজীবী। তাঁর দুই ছেলে রয়েছে।
শাহবাগ থানার পুলিশ জানায়, সাকুরা গলির হাবিবুল্লাহ রোডের দুই ভবনের মাঝামাঝি স্থানে এক নারী অচেতন অবস্থায় পড়ে আছেন, এমন খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে। এরপর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক জানান, আগেই তাঁর মৃত্যু হয়েছে।
ইভানার স্বামীর স্বজনদের বরাত দিয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্বাস আলী আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, দুপুর ১২টা থেকে ইভানা লায়লাকে তাঁরা খুঁজে পাচ্ছিলেন না। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাঁরা দাবি করছেন, নয়তলা ভবনের ছাদ থেকে হয়তো ইভানা লায়লা লাফিয়ে পড়ে মারা গেছেন।
এসআই আব্বাস আলী বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।