Thank you for trying Sticky AMP!!

পুরান ঢাকায় সাকরাইন

>পৌষ মাসের শেষের দিন ছিল মঙ্গলবার। বর্তমানে ‘পৌষসংক্রান্তি’ শুধু ‘সংক্রান্তি’ নামে পরিচিতি লাভ করেছে; যা লোকমুখে সাকরাইন হয়ে গেছে। পুরান ঢাকায় দিনটি ঘুড়ি উৎসব হিসেবেই বেশি পরিচিত। দিনভর চলে ঘুড়ি ওড়ানো আর কাটাকাটির খেলা। সঙ্গে নাচ-গান আর শীতের পিঠাপুলি খাওয়া। আর সন্ধ্যায় শুরু হয় আতশবাজি, ফানুস উড়ানো আর কেরোসিন মুখে আগুনের হলকা ছোড়ার কসরত।
আতশবাজিতে আকাশ ঢাকা
আতশবাজি লেজার শোতে অন্যরকম সন্ধ্যা
আতশবাজি আর ফানুসের খেলা
ছাদে ছাদে লেজার শো
বাতাসের এই ফাঁপা ফানুসই শূন্যে আলোর আলপনা একে দেয়
কিশোর-তরুণদের মুখে কেরোসিন নিয়ে হলকা ছোড়ার চেষ্টা