Thank you for trying Sticky AMP!!

ফটোসাংবাদিক শফিকুল ইসলাম নিখোঁজ, অবশেষে মামলা নিল পুলিশ

শফিকুল ইসলাম

হাইকোর্টের হস্তক্ষেপের পর বুধবার রাত সাড়ে ১০টার দিকে শফিকুল ইসলামের ছেলে মামলা দায়ের করতে পেরেছেন। শফিকুলের ছেলে মনোরম পলক প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে মনোরম পলক লিখেছেন, তাঁর বাবা বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয়ে লেখালেখি করতেন। সে কারণে তাঁকে অপহরণ করা হয়েছে।

১১ মার্চ ঢাকার চকবাজারের বাসা থেকে বের হয়ে আর ফেরেননি শফিকুল ইসলাম। তাঁর দুটি মুঠোফোনই বন্ধ পাওয়া যাচ্ছে। পরিবারের পক্ষ থেকে প্রথমে একটি সাধারণ ডায়েরি করলেও পরে অপহরণের মামলা করার চেষ্টা করা হয়েছিল।

সোমবার শফিকুল ইসলামের ছেলে মনোরম চকবাজার ও নিউমার্কেট থানায় গেলেও মামলা করতে ব্যর্থ হন। থানায় মামলা করতে ব্যর্থ হয়ে মনোরম শরণাপন্ন হন হাইকোর্টের। বুধবার হাইকোর্টে গেলে আদালত আবারও মামলা করতে যাওয়ার নির্দেশ দেন। এর কয়েক ঘণ্টা পর চকবাজার থানা মামলা নেয়।


শফিকুল ইসলাম ইংরেজি দৈনিক নিউএজ, বাংলা দৈনিক সমকাল ও বণিকবার্তায় কাজ করেছেন।

আরও পড়ুন
ফটোসাংবাদিক শফিকুল অপহরণের মামলা নেয়নি থানা
আলোকচিত্রী শফিকুলের পরিবারের মামলা না নেওয়ার কারণ জানতে চেয়েছেন হাইকোর্ট