Thank you for trying Sticky AMP!!

বলদা গার্ডেনের পাশে দুর্গোৎসব করবে শঙ্খনিধি মন্দির কমিটি

পুরান ঢাকার ওয়ারী এলাকার বলদা গার্ডেনের পাশে দুর্গোৎসবের জন্য অস্থায়ী পূজামণ্ডপের জায়গা পেয়েছে শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউ মন্দির (শঙ্খনিধি মন্দির)। সোমবার রাতে তাদের অনুমতি দেয় পুলিশ।

শারদীয় দুর্গোৎসব।

পুলিশ জানায়, শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউ মন্দির কমিটি ওয়ারী ৩৮ টিপু সুলতান রোডে একটি পুরোনো ভবনে পূজামণ্ডপ করতে গেলে বাঁধা দেয় সেখানকার ভাড়াটিয়া ও স্থানীয়রা। পরে দুই পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করা হয়।

ওয়ারী বিভাগের উপকমিশনার শাহ ইফতেখার আহমেদ প্রথম আলোকে বলেন, দীর্ঘ ৪০ বছরে সেখানে কোনো পূজামণ্ডপ ছিল না। জেলা প্রশাসনের অধীনে থাকা ওই জায়গা ও ভবনটি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান ভাড়া নিয়েছিল। সকালে সেখানে পূজামণ্ডপ করতে গেলে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। পরে তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করা হয়েছে। শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউ মন্দির কমিটিকে পূজা উদ্‌যাপনের জন্য বলদা গার্ডেনের পাশে জায়গা দেওয়া হয়েছে।