Thank you for trying Sticky AMP!!

বাপেক্সের সাবেক জিএমের ৬ বছর কারাদণ্ড

এ কে এম আনোয়ারুল ইসলাম

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বাপেক্স) সাবেক মহাব্যবস্থাপক (জিএম) এ কে এম আনোয়ারুল ইসলামকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৩২ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৬–এর বিচারক আল-আসাদ মো. আসিফুজ্জামান এই রায় দেন। রায় ঘোষণার পর আনোয়ারুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।

রায়ে বলা হয়, আত্মসাৎ করা ৩২ লাখ ১২ হাজার ৩৩ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হলো। মামলার কাগজপত্রের তথ্য বলছে, ৩২ লাখ ১২ হাজার ৩৩ টাকার তথ্য গোপন করার অভিযোগ এনে এ কে এম আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে ২০১৭ সালের ১৯ এপ্রিল মামলা করে দুদক। মামলাটির তদন্ত শেষে ওই বছরেরই ১৭ অক্টোবর তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। আর আদালত ২০১৮ সালের ১৩ ফেব্রুয়ারি আসামি আনোয়ারুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

দুদকের পক্ষ থেকে এই মামলায় ১৪ জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়। দুদকের পক্ষে মামলাটি পরিচালনা করেন রুহুল ইসলাম খান এবং আসামির পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন ওয়াসিমুল হোসাইন।