Thank you for trying Sticky AMP!!

সাঈদ খোকনের জব্দ থাকা ব্যাংক হিসাবের তথ্য তলব

সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের জব্দ (ফ্রিজ) থাকা ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সম্প্রতি দেশের ব্যাংকগুলোকে চিঠি দিয়ে এসব তথ্য চাওয়া হয়েছে।

ওই চিঠিতে কোন হিসাব থেকে টাকা জমা হয়েছে, কে কীভাবে উত্তোলন করেছে, এসবের তথ্য চাওয়া হয়েছে। তাঁর হিসাবে কী ধরনের লেনদেন হয়েছে, তা বের করতে হিসাবের তথ্য চাওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে, গ্রাহকের নাম মোহাম্মদ সাঈদ খোকন। পিতা মোহাম্মদ হানিফ ও মাতা ফাতেমা খাতুন। তাঁর জন্মতারিখ দেওয়া হয়েছে ১৯৭০ সালের ১৯ জুন। ঠিকানা দেওয়া হয়েছে বনানীর ১১ নম্বর সড়কের একটি বাসা ও লালবাগের নাজিরাবাজার লেনের একটি বাসা।

বিএফআইইউর কর্মকর্তারা জানান, একটি সংস্থার তদন্তের অংশ হিসেবে তাঁর হিসাবের তথ্য চাওয়া হয়েছে।

এর আগে আদালতের নির্দেশে সাঈদ খোকনের তিনটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবসহ তাঁর মা ফাতেমা হানিফ, স্ত্রী ফারহানা আলম ও বোন শাহানা হানিফের আটটি ব্যাংক হিসাব জব্দ করে ব্যাংকগুলো। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত। এর পর থেকে এসব হিসাব থেকে কোনো টাকা উত্তোলন করা যাচ্ছে না।

Also Read: সাঈদ খোকন ও তাঁর পরিবারের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ