Thank you for trying Sticky AMP!!

হেলেনা জাহাঙ্গীরের বাসায় সিআইডির অভিযান

র‌্যাবের অভিযানে আটক হেলেনা জাহাঙ্গীর। ঢাকা, ২৯ জুলাই।

আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ শনিবার শনিবার বিকেল পৌনে চারটার দিকে এই অভিযান শুরু হয়। অভিযান শেষ হয় সন্ধ্যা ৭টার দিকে।
সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান প্রথম আলোকে জানান, অভিযান শেষ হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

সিআইডি কর্মকর্তারা জানান, হেলেনা জাহাঙ্গীর এখন সিআইডির হেফাজতে আছেন। তাঁর বিরুদ্ধে দায়ের করা একটি মামলার তদন্তভার পেয়েছে সিআইডি। তদন্ত কার্যক্রমের অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে।

গত ২৯ জুলাই মধ্যরাতে হেলেনার গুলশানের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে র‌্যাব। ওই দিন প্রায় সোয়া চার ঘণ্টার অভিযানে ওই বাসা থেকে বিদেশি মদ, বিদেশি মুদ্রা, হরিণ ও ক্যাঙারুর চামড়া, ক্যাসিনোর সরঞ্জাম ও ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। রাত সোয়া ১২টার দিকে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র‌্যাবের সদর দপ্তরে নেওয়া হয়। এরপর দিবাগত রাত দুইটার দিকে র‌্যাবের একটি দল মিরপুরে হেলেনা জাহাঙ্গীরের মালিকানাধীন আইপি টিভি ‘জয়যাত্রা’ ও ‘জয়যাত্রা ফাউন্ডেশন’ ভবনে অভিযান চালায়।