Thank you for trying Sticky AMP!!

১০ দিনের ছুটির প্রথম দিন

সামাজিক দূরত্ব বজায় রাখা ও ঘরে অবস্থান নিশ্চিত করতে আজ বৃহস্পতিবার থেকে ঢাকার রাস্তায় চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ। এ সময় সেনাবাহিনীও মাঠে থাকবে। প্রয়োজন ছাড়া কাউকে রাস্তায় থাকতে দেওয়া হবে না। কেউ বের হলে তাঁকে পুলিশের জেরার মুখে পড়তে হবে। আজ শুরু হওয়া ১০ দিনের ছুটি সরকারি ও বেসরকারি অফিস এবং আদালতের জন্য প্রযোজ্য।

সড়কে কোনো গণপরিবহন চলবে না। তবে পণ্যবাহী যানবাহন এর আওতার বাইরে। ভিক্টোরিয়া পার্কের চিত্র
সড়কে বের হয়নি কোনো দিনমজুর। পুরান ঢাকার নর্থব্রুক হল রোডে সারি করে বাঁধা ভ্যানগাড়ি
বাংলাবাজার এলাকায় রাস্তায় চলাফেরা না করার জন্য মাইকিং করছে পুলিশ
তবে ব্যস্ত ছিল শ্যামবাজারের কাঁচাবাজার
নৌযান চলাচলও বন্ধ
যানবাহন না পেয়ে অনেকে বাধ্য হয়ে ভ্যানে করে যাতায়াত করেছেন
বুড়িগঙ্গা নদীতে ছিল না খেয়া পারাপারও
সামাজিক দূরত্ব বজায় রাখা ও ঘরে অবস্থান নিশ্চিত করতে কদমতলী এলাকায় ছিল পুলিশের তৎপরতা
দূরের যাত্রায় অনেকেই একসঙ্গে পিকআপ ভ্যানে করে রওনা হন
রাজধানীর পুরান ঢাকার ইসলামপুর এলাকায় সেনাবাহিনীর টহল।
গ্যারেজে পার্ক করা রিকশার সারি