Thank you for trying Sticky AMP!!

বিভিন্ন হাটবাজারে হাতি দিয়ে চাঁদা তোলা হয়

রাজধানীতে হাতির পায়ে চাপা পড়া রিকশাচালকের মৃত্যু

রাজধানীতে চাঁদা তোলার কাজে ব্যবহৃত হাতির পায়ে চাপা পড়া রিকশাচালক হেলাল মিয়া (৫০) মারা গেছেন। মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মজিদ।

হাজারীবাগ থানার আরেক এসআই শাহনেওয়াজ বলেন, ৩ এপ্রিল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হাজারীবাগের বিজিবি ১ নম্বর সড়কে হাতি দিয়ে মানুষের কাছ থেকে চাঁদা আদায় করছিলেন এক ব্যক্তি। একপর্যায়ে হাতিটি ক্ষিপ্ত হয়ে রিকশাচালক হেলালকে পায়ের নিচে ফেলে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

শাহনেওয়াজ জানান, হেলালের গ্রামের বাড়ি হবিগঞ্জে। তিনি পরিবার নিয়ে কামরাঙ্গীরচর এলাকায় বসবাস করতেন।