প্রথমা বুক ক্যাফে শিশু-কিশোর কর্নার (কিডস জোন) আয়োজিত ‘ভালোবাসি বাংলা ভাষা’ শীর্ষক বিশেষ আয়োজনে অতিথিদের সঙ্গে পুরস্কার বিজয়ীরা। গতকাল রাজধানীর মাদানী নগরের শেফস টেবিল কোর্ট সাইডে
প্রথমা বুক ক্যাফে শিশু-কিশোর কর্নার (কিডস জোন) আয়োজিত ‘ভালোবাসি বাংলা ভাষা’ শীর্ষক বিশেষ আয়োজনে অতিথিদের সঙ্গে পুরস্কার বিজয়ীরা। গতকাল রাজধানীর মাদানী নগরের শেফস টেবিল কোর্ট সাইডে

প্রথমা বুক ক্যাফের আয়োজন

বাংলা বর্ণে, রঙে, গানে আনন্দময় সময়

‘ভালোবাসি বাংলা ভাষা’বিষয়ক বিশেষ অনুষ্ঠানে শিশু–কিশোরদের রং–তুলিতে ফুটে উঠল বাংলার রূপ। কত সুন্দর করে বাংলা বর্ণ লেখা যায়, সেই প্রতিযোগিতায়ও মেতে ওঠে ওরা। তাদের সমবেত কণ্ঠে পরিবেশিত হলো প্রিয় জন্মভূমির বন্দনা। বাংলার জাদু, রোবট শোতেও মাতোয়ারা হয়েছে এই শিশু–কিশোরেরা।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘ভালোবাসি বাংলা ভাষা’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে এমন বৈচিত্র্যময় আয়োজন ছিল। গতকাল শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এমন নানা আয়োজনে বাংলা ভাষা ও বাংলার রূপ–রং–সুরে মেতেছিল শিশু–কিশোর, অভিভাবক ও দর্শনার্থীরা।

ঢাকার মাদানী অ্যাভিনিউর শেফস টেবিল কোর্ট সাইডে প্রথমা বুক ক্যাফেতে এই অনুষ্ঠান হয়। শেফস টেবিলের সহযোগিতায় এর আয়োজন করে প্রথমা বুক ক্যাফে শিশু-কিশোর কর্নার (কিডস জোন)।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে গীতাঞ্জলি সঙ্গীত একাডেমি

জাদুশিল্পী জুয়েল আইচ বেলা দুইটায় এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘ঘৃণা থেকে কোনো কিছু সৃষ্টি হয় না, ধ্বংস হয়। পৃথিবী থেকে যা কিছু সৃষ্টি হয়, সবকিছুই হয় ভালোবাসা থেকে। মাতৃভাষার প্রতি ভালোবাসা ছিল বলেই ১৯৫২-এর ২১ ফেব্রুয়ারি ভাষাসৈনিকেরা নিজেদের জীবন দিয়ে হলেও বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন।’ তিনি আরও বলেন, ‘জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা বাংলা ভাষার প্রতি ঋণী, কৃতজ্ঞ। এই ঋণ আমাদের কোনো দিন শেষ হবে না।’ নিজের ভাষাকে ভালো করে জানলে অন্য ভাষাও খুব সহজে আয়ত্ত করা যায়, বলেন এই জাদুশিল্পী।

উদ্বোধনের পর ৩৫ জনের বেশি শিশু-কিশোরের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়। যখন তারা অঙ্কনে ব্যস্ত, তখন আকাশ মেঘলা, হালকা বাতাসও বইছিল। এক মনোরম, উপভোগ্য পরিবেশের সৃষ্টি হয়। অবশ্য এক পর্যায়ে বৃষ্টি শুরু হয়, তাতে প্রতিযোগিতায় কিছুটা ব্যাঘাত ঘটলেও তা চলমান থাকে। এরপর অনুষ্ঠিত হয় শিশু–কিশোরদের হাতের লেখা প্রতিযোগিতা। এই দুই প্রতিযোগিতায় মোট ১২ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক সুমনা শারমীন।

‘ভালোবাসি বাংলা ভাষা’ শীর্ষক আয়োজনে অংশগ্রহণকারী প্রতিযোগীরা

বিজয়ীদের অভিনন্দন জানিয়ে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও সাহিত্যিক আনিসুল হক বলেন, যারা পুরস্কার পায় না, তারা জেদ থেকে চেষ্টা বেশি করে। ফলে তারা আরও ভালো করে।

এই প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন শিল্পী অশোক কর্মকার, মাসুক হেলাল, আরাফাত করিম এবং এস এম রাকিবুর রহমান।

বাংলা হাতের লেখা প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে (দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি) দ্বিতীয় হয় ফিলজা আজরিন। তার মা কাজী নাসরিন সুলতানা প্রথম আলোকে বলেন, এই এলাকায় এমন প্রতিযোগিতার আয়োজন খুব কম হয়। ছেলেমেয়েরা অংশগ্রহণ করতে পেরে খুবই খুশি। তিনি আরও বলেন, তাঁর সন্তানেরা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে। বাংলা বলতে চায় না। এই আয়োজনে এসে ওরা বাংলা ছড়া, কবিতা সম্পর্কে জানতে পেরেছে। বাংলায় গানও শুনেছে। এই অনুষ্ঠান বাচ্চাদেরকে বাংলার প্রতি আগ্রহী করেছে, যা খুবই আশাব্যঞ্জক।

রোবট শো পরিবেশন করেন মোশাররফ হোসেন। সেখানে মজা করছে শিশুরা

এই বিশেষ অনুষ্ঠানে ‘ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা’, ‘সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি’সহ মোট চারটি গান পরিবেশন করে গীতাঞ্জলি সংগীত একাডেমি। ‘ভাপা পিঠা’সহ কয়েকটি ছড়ায় গল্প শোনান আবৃত্তিকার মাহমুদা আখতার। শিশু–কিশোর, অভিভাবক ও দর্শনার্থীরা মেতে ওঠেন স্বপন দিনারের জাদু এবং মোশারফ হোসেনের রোবট ড্যান্সে।

আয়োজকদের প্রচার–প্রচারণা থেকে এই অনুষ্ঠান সম্পর্কে জানতে পেরে বাবা, মা, বোনের সঙ্গে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ‘ভালোবাসি বাংলা ভাষা’র অনুষ্ঠানে আসে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সাফওয়ান। সে প্রথম আলোকে বলে, তার এই আয়োজন খুবই ভালো লেগেছে। বিশেষ করে জাদু ও রোবট ড্যান্স তার বেশি ভালো লেগেছে।

জাদু পরিবেশন করেন স্বপন দিনার

অনুষ্ঠানে প্যারেন্টিং সেশন পরিচালনা করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ফারজানা রহমান। অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানেরা যেভাবে বেড়ে উঠতে চায়, তাদের সেভাবে বেড়ে উঠতে দিতে হবে। তাহলেই তাদের মেধার বিকাশ ঘটবে।

প্রথমা থেকে প্রকাশিত পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন করে শিশুরা। শিশুতোষ সেই বইগুলো হলো আনিসুল হকের গুড্ডুবুড়ার স্কুলে ডাকাত, সাইদুজ্জামান রওশনের বাঘের পিঠে পিপিলা, খায়রুল বাবুইয়ের কথা উড়ে যায়, তারিক মনজুরের কী ঢুকেছে রাজার পেটে ও আহমেদ রিয়াজের উল্টো পাহাড়।

মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক মশিউল আলম, প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান, গীতিকার কবির বকুল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইদুজ্জামান রওশন।

প্রথমা প্রকাশনের শিশুতোষ পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন করে পাঁচজন শিশু