ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা ১টা ২০ মিনিটের দিকে সেখানে আগুন লাগে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম প্রথম আলোকে বিষয়টি জানিয়েছেন।
পুলিশ বলছে, ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১০ তলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়েছে। আগুন লাগার পরপরই এ ভবনের দ্বিতীয় তলার হাজতখানায় থাকা আসামিদের বের করে নিরাপদ স্থানে নিয়ে গেছে পুলিশ।
ফায়ার সার্ভিস ঘটনাস্থলে কাজ করছে।