রাজধানীতে পাঁচ বছর বয়সী কন্যাশিশুর বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে তারা।
আজ বুধবার এক বিবৃতিতে সংস্থাটি এ দাবি জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি নারী ও কন্যাশিশুর প্রতি নির্মম ও নৃশংস সহিংসতার ঘটনা ঘটেই চলেছে। পাঁচ বছর বয়সী কন্যাশিশুর প্রতি এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা খুবই উদ্বেগজনক। ঘরে-বাইরে নারী-কন্যাশিশুরা ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ এবং হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। এর ফলে তাঁদের নিরাপত্তা হুমকির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশ মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির মাধ্যমে নারী এবং কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতার বিষয়ে শূন্য সহিঞ্চুতার নীতি গ্রহণ করে দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছে। এ ছাড়া নারীর প্রতি সব ধরনের সহিংসতা ও অপতৎপরতা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে তারা।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার রাজধানীর বিজয় সরণির কাছে উড়ালসড়ক-সংলগ্ন ময়লার স্তূপের পাশের নালা থেকে রোজা মনি নামের পাঁচ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার হয়। শিশুটির বাবা বিদেশে থাকেন। সম্প্রতি শিশুটির পরিবার রাজধানীর তেজকুনিপাড়ার একটি ভাড়া বাসায় ওঠে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত সোমবার শিশুটি খেলতে গিয়ে নিখোঁজ হয়। সহিংসতার শিকার শিশুটির পুরো দেহ ঝলসানো, দেহে আঘাত এবং গলায় রশি প্যাঁচানোর দাগ ছিল। হত্যার আগে শিশুটিকে ধর্ষণ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।