Thank you for trying Sticky AMP!!

বিক্ষোভ মিছিলের সময় পুলিশের অবস্থান

হরতালের সমর্থনে শাহবাগে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর বিক্ষোভ মিছিল  

অর্ধদিবস হরতালের সমর্থনে রাজধানীর শাহবাগ এলাকায় বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলো। জ্বালানি তেল, সারসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা দেশে এই হরতাল ডাকা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে রাজধানীর শাহবাগ এলাকায় তারা এ বিক্ষোভ মিছিল করে। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ব্যানারে একটি মিছিল কাঁটাবন থেকে শাহবাগ এলাকা হয়ে মৎস্য ভবন মোড়ের দিকে চলে যায়।

হরতালের সমর্থনকারীরা বেশ কয়েকটি যানবাহন থামান

এরপরই প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর ব্যানারে আরেকটি মিছিল কাঁটাবন এলাকা থেকে শাহবাগ মোড়ে আসে। অর্ধশতাধিক পুলিশ সদস্য শাহবাগ মোড়ে মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করেন। পরে মিছিলটি কারওয়ান বাজারের দিকে যায়।

পল্টন এলাকায় বিভিন্ন যানবাহন থামিয়ে প্রতিবাদ জানান হরতাল সমর্থনকারীরা

জ্বালানি তেল, ইউরিয়া, খাদ্যসহ নিত্যপণ্য ও পরিবহনের ভাড়া কমানো এবং বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতাল ভোর ছয়টা থেকে চলছে। এ হরতালকে সামনে রেখে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্য শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন।