
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চকবাজার থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে ডিএমপির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের পুলিশ পরিদর্শক কাজী শাহিদুজ্জামানকে বদলি করা হয়েছে। বুধবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত আদেশে এ বদলি করা হয়।
ডিএমপি সূত্র জানায়, ডিএমপি কমিশনারের একই আদেশে চকবাজার থানার ওসি আবদুল কাইউমকে ডিএমপি সদর দপ্তরে প্রশাসন বিভাগে ও উত্তরা পশ্চিম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইয়াসীন গাজীকে দক্ষিণখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।