ট্রাকের ধাক্কায় নিহত হয়েছে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী আরাফাত তানজিদ
ট্রাকের ধাক্কায় নিহত হয়েছে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী আরাফাত তানজিদ

ট্রাকের ধাক্কায় সিটি কলেজের শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর শ্যামপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থী নিহত হয়েছে। তার নাম আরাফাত তানজিদ ওরফে চয়ন (১৭)। সে ঢাকার সিটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী মো. সাহেদ (১৭) আহত হয়েছে।

পুলিশ জানিয়েছে, গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে শ্যামপুরের ধোলাইপাড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়েছেন।

শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মাইন উদ্দিন তালুকদার প্রথম আলোকে বলেন, সিমেন্টবাহী ট্রাক ও মোটরসাইকেলটি একই দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি দ্রুতগতিতে ট্রাকটিকে অতিক্রম করার সময় ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি রাস্তায় ছিটকে পড়ে চালক ও আরোহী দুজন আহত হয়। গুরুতর আহত অবস্থায় রাত তিনটার দিকে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন। সাহেদ হাসপাতালে চিকিৎসাধীন।

আরাফাতের চাচা মো. কামাল হোসেন বলেন, গতকাল রাত ১০টার দিকে জুরাইনের বাসা থেকে বের হয়েছিল আরাফাত। তারপর সে আর বাসায় ফেরেনি। তার বাবা হুমায়ূন কবির একজন ব্যবসায়ী। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। থাকে জুরাইনের ঋষিপাড়ায়।