সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

হাতিরঝিলে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

রাজধানীর হাতিরঝিলে দুই মোটরসাইকেলের সংঘর্ষে আফজাল মোল্লা (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আফজাল গাড়ি মেরামতের কাজ করতেন।

আফজালের চাচাতো ভাই রনি মোল্লা বলেন, আফজাল হাতিরঝিলে মোটরসাইকেল চালানোর সময় অপর একটি মোটরসাইকেল পেছন থেকে তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত পান। পরে সেখান থেকে তাঁকে উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বলেন, লাশ কলেজের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। আফজালকে ধাক্কা দেওয়া অপর মোটরসাইকেলচালক মো. ইমনকে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে।

আফজালের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার উত্তরাইল গ্রামে। তাঁর বাবার নাম লিয়াকত আলী মোল্লা। তিনি তেজগাঁও বেগুনবাড়ী এলাকায় বসবাস করেন।