Thank you for trying Sticky AMP!!

স্কুলছাত্র নিহত: মাইক্রোবাসচালক গ্রেপ্তারের খবরে ফার্মগেট ছাড়ল শিক্ষার্থীরা

শিক্ষার্থী হত্যার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে ফার্মগেটে সড়ক অবরোধ।

সহপাঠী হত্যার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে ফার্মগেটে সড়ক অবরোধ তুলে নিল তেজগাঁও সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত হওয়ার ঘটনায় মাইক্রোবাসচালককে গ্রেপ্তারের খবরে তারা সড়ক অবরোধ তুলে নেয়। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান প্রথম আলোকে এসব তথ্য জানান।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে তেজগাঁও সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজ, গভর্নমেন্ট সায়েন্স স্কুল ও তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা ফার্মগেটের আল-রাজি হাসপাতালের সামনে মিছিল নিয়ে জড়ো হয়। পরে দুপুর ১২টার দিকে রাস্তায় বসে বিক্ষোভ শুরু করে তারা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা করলেও তারা মানেনি। ‘নিরাপদ সড়ক চাই’ ব্যানারে শিক্ষার্থীরা ফার্মগেটে সড়ক অবরোধ করে। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার বন্ধু কবরে, খুনিরা কেন বাহিরে’ বলে স্লোগান দিতে থাকে।

এতে ফার্মগেটের পূর্ব পাশের রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এর মধ্যে রাজধানীর তেজগাঁও এলাকায় বিজি প্রেসের সামনে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত হওয়ার ঘটনায় মাইক্রোবাসচালকের গ্রেপ্তারের খবর শিক্ষার্থীদের জানানো হলে তারা অবরোধ তুলে নেয়।

গতকাল রোববার রাজধানীর কুনিপাড়া এলাকা থেকে ফার্মগেটে কোচিংয়ে যাওয়ার পথে বিজি প্রেসের সামনে একটি প্রাইভেট কারের ধাক্কায় নিহত হয় তেজগাঁও সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী আলী হোসেন।