সংগঠনের নামে বরাদ্দ দেওয়া ভবনের একাংশ অবৈধভাবে দখল ও ভাড়া দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেন বিপিজেএ–এর সদস্যরা। বুধবার বেলা ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে
সংগঠনের নামে বরাদ্দ দেওয়া ভবনের একাংশ অবৈধভাবে দখল ও ভাড়া দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেন বিপিজেএ–এর সদস্যরা। বুধবার বেলা ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে

নিজস্ব ভবনের একাংশ দখলের প্রতিবাদে আলোকচিত্রীদের সংগঠনের মানববন্ধন

বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) নামের বরাদ্দ দেওয়া ভবনের একাংশ অবৈধভাবে দখল ও ভাড়া দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন সংগঠনটির সদস্যরা।

আজ বুধবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিপিজেএ বলেছে, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোসর আফরোজা হক ও তাঁর বহিরাগত সহযোগী নিজামী গং বিপিজেএ–এর নামে সরকারের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া বাড়ির একাংশ জোরপূর্বক দখলে রেখে অবৈধভাবে ভাড়া দিচ্ছেন।’

অবৈধ দখল ও ভাড়া দেওয়া ছাড়াও অভিযুক্ত ব্যক্তিরা গত ২০ এপ্রিল রাতের আঁধারে ওই বাড়ির দ্বিতীয় তলার দেয়াল হাতুড়ি দিয়ে ভেঙে ফেলেছেন বলেও অভিযোগ করেছে সংগঠনটি।

সংগঠনটি বলেছে, এ নিয়ে আলোচনা করেও কোনো সমাধান পাওয়া যায়নি। এতে সংগঠনের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েছেন। এ পরিস্থিতিতে বিপিজেএ–এর পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আহ্বান জানানো হচ্ছে।