
সন্ধ্যা সাতটার পর সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থীদের প্রবেশে নিরুৎসাহিত করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ জন্য সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম গ্রহণ করা হবে। পাশাপাশি উদ্যানের ভেতরে নিরাপত্তা নিশ্চিতে প্রহরী বাড়ানো, সিসিটিভির আওতা বাড়ানো এবং ক্যাম্পাস–সংলগ্ন উদ্যানের ফটকগুলো রাত আটটার পর বন্ধ রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন সদস্যদের এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ সভায় সভাপতিত্ব করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (রাজনৈতিক) জিয়াউদ্দিন আহমেদ, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মো. মাসুদ আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. বজলুর রহমান, বাংলাদেশ আনসার ও ভিডিপির প্রতিনিধি ফেরদৌস আহাম্মদ এবং শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর সভায় উপস্থিত ছিলেন।
সভায় আরও কিছু সিদ্ধান্ত গৃহীত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সিদ্ধান্তগুলো হলো:
ঢাকা বিশ্ববিদ্যালয়–সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের সব ফটক রাত আটটার পর বন্ধ রাখার ব্যবস্থা করা। রমনা কালীমন্দিরে প্রবেশের ক্ষেত্রে মন্দিরের নিজস্ব বিকল্প ফটকের ব্যবস্থা করা। পুরো সোহরাওয়ার্দী উদ্যানকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা এবং সোহরাওয়ার্দী উদ্যানের ৭টি প্রবেশপথে দুজন করে তিন পালায় ৪২ জন সশস্ত্র নিরাপত্তা প্রহরী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়।