সন্ধ্যার পরও শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও রয়েছেন
সন্ধ্যার পরও শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও রয়েছেন

হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের ঘোষণা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যায় জড়িতদের গ্রেপ্তার না করা পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার জুমার পর থেকে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করছে তারা। পরিস্থিতি খারাপ হলে ক্যান্টনমেন্ট বা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়েরও হুঁশিয়ারি দিয়েছেন হাদির ভাই শরিফ ওমর। মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেছেন, খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না।