রাজধানীর লালবাগ থেকে অস্ত্রসহ ছয় ছাত্রদল নেতা গ্রেপ্তার: পুলিশ

গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজধানীর লালবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর শাখা ছাত্রদলের ছয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখা শনিবার রাতে এ কথা জানায়।

গ্রেপ্তারের সময় ছয় ছাত্রদল নেতা নাশকতার পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছিলেন বলে দাবি করেছে পুলিশ। পুলিশ বলেছে, তাঁদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও ৩৭ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার পক্ষ থেকে শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো খুদেবার্তায় বলা হয়েছে, রোববার সংবাদ সম্মেলন করে এ নিয়ে বিস্তারিত জানানো হবে।

লালবাগ থানার ওসি খন্দকার মো. হেলালউদ্দিন আজ রাতে প্রথম আলোকে বলেন, নাশকতার প্রস্তুতির সময় ওই ছয়জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।