Thank you for trying Sticky AMP!!

ক্যানসারের চিকিৎসা করাতে এসে ময়লার গাড়ির চাপায় মৃত্যু

লাশ

রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ির চাপায় একজন নিহত হয়েছেন। নিহতের নাম নাজমা বেগম (৪০)। আজ শনিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নাজমা বেগমের ছেলে মমিন মিয়া বলেন, তাঁর মা ব্লাড ক্যানসারে আক্রান্ত ছিলেন। মাকে চিকিৎসার জন্য ভোলা থেকে ঢাকায় নিয়ে এসেছিলেন। তাঁরা ভোরবেলায় সদরঘাটে পৌঁছান। পরে সদরঘাট থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে শনির আখড়ায় আত্মীয়ের বাসায় রওনা করেন। যাত্রাবাড়ীর ভাঙ্গাপ্রেস এলাকায় একটি ম্যানহোলের ঢাকনার সঙ্গে অটোরিকশার চাকার ধাক্কা লাগলে নাজমা বেগম ছিটকে পড়ে যান। তখন পেছন থেকে আসা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ির নিচে চাপা পড়েন তিনি। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল আলম প্রথম আলোকে বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চালককে গ্রেপ্তারে অভিযান চলছে। নিহত নাজমা বেগমের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার পখিয়া গ্রামে।