রাজধানীর মতিঝিলের একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শনিবার সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে। দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দপ্তর নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খালেদা ইয়াসমিন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সদর দপ্তর নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়েছে, মতিঝিলের হীরাঝিল হোটেলের পাশের একটি ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে আগুন নেভানোর জন্য পাঁচটি ইউনিট দ্রুত সেখানে গিয়ে কাজ শুরু করে। ৭টা ২১ মিনিটে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। আর ৮টা ২০ মিনিটে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তারা বলছেন, বাসার তৃতীয় তলার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে বাসার টিভি, ফ্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে।