
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) 'মঞ্চ ৭১' আয়োজিত গোলটেবিল আলোচনায় আলোচকদের ওপর চড়াও হয় জুলাই যোদ্ধা পরিচয় দেওয়া একদল লোক। তারা সেখান থেকে আবদুল লতিফ সিদ্দিকী, অধ্যাপক শেখ হাফিজুর রহমানসহ ১৬ জনকে পুলিশের হাতে তুলে দেয়। এখন তাঁরা ডিবি হেফাজতে আছেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলার প্রক্রিয়া চলছে। 'সংবিধান ছুড়ে ফেলার পাঁয়তারা চলছে' -অধ্যাপক হাফিজুর রহমানের এমন মন্তব্যের পরই পরিস্থিতি উত্তপ্ত হয়।