বিকেলে সাংবাদিকদের ব্রিফ করেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ডে মেইটেন্যান্স) লে. কর্নেল তাজুল ইসলাম। ঢাকা। ১৫ অক্টোবর
বিকেলে সাংবাদিকদের ব্রিফ করেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ডে মেইটেন্যান্স) লে. কর্নেল তাজুল ইসলাম। ঢাকা। ১৫ অক্টোবর

মিরপুরে রাসায়নিক গুদামটি ছিল অবৈধ তালিকায়

ফায়ার সার্ভিসের মতে, মিরপুরের শিয়ালবাড়িতে আগুনে পুড়ে যাওয়া রাসায়নিক গুদাম আলম ট্রেডার্স অবৈধ প্রতিষ্ঠানের তালিকায় ছিল। এই গুদামে তিনবার নোটিশ দেওয়া হয়েছিল এবং এটি অভিযানের পর্যায়ে ছিল। ফায়ার সার্ভিসের পরিচালক তাজুল ইসলাম জানান, গুদামে উদ্ধার অভিযান চালাতে ৩৬-৭২ ঘণ্টা সময় লাগতে পারে। এই ঘটনায় ১৬টি লাশ উদ্ধার করা হয়েছে এবং স্বজনেরা ১০ জনের মরদেহ শনাক্ত করেছেন।