সন্দেহভাজন গৃহকর্মী গত সোমবার সকালে বাসাটিতে ঢোকেন বোরকা পরে। দেড় ঘণ্টার কিছু সময় পরে তিনি স্কুলড্রেস পরে বাসা থেকে বের হয়ে যান। নিহত ব্যক্তিদের বাসার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া গৃহকর্মীর ছবি
সন্দেহভাজন গৃহকর্মী গত সোমবার সকালে বাসাটিতে ঢোকেন বোরকা পরে। দেড় ঘণ্টার কিছু সময় পরে তিনি স্কুলড্রেস পরে বাসা থেকে বের হয়ে যান। নিহত ব্যক্তিদের বাসার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া গৃহকর্মীর ছবি

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: গৃহকর্মী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়ে লায়লা আফরোজ ও নাফিসা লাওয়াল বিনতে আজিজ হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠির নলছিটি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ঢাকা মহানগর পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার দিন বোরকা পরে বাসায় আসেন আয়েশা এবং বেরিয়ে যান নিহত নাফিসার স্কুলড্রেস পরে। মাত্র চার দিন আগে তিনি কাজ শুরু করেছিলেন। মা-মেয়ে হত্যার ঘটনায় গত সোমবার রাতেই মামলা করেন লায়লার স্বামী।