পুরান ঢাকায় মিটফোর্ডের সামনে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় জরুরি সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ শনিবার সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে সন্ধ্যায় শাহবাগ থেকে মশালমিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ বলেন, ‘জুলাই এসেছে এত রক্তের বিনিময়ে, জুলাইয়ের ওপর আমাদের রক্ত দেওয়ার শেষ হয়নি। আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি, সে বাংলাদেশের আকাঙ্ক্ষা ও বাস্তবতার মধ্যে আকাশ–জমিন ফারাক। প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়ার আদিম উদ্যমতা, খুন করে লাশের ওপর নৃত্য করে। এগুলো আমরা শুনেছি জাহিলিয়ার যুগে।’
সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হাসান ইনাম। তিনি এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ সন্ধ্যা সাতটায় মশালমিছিল কর্মসূচির ঘোষণা দেন। একই সঙ্গে ব্যক্তি উদ্যোগে সারা দেশে নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করার আহ্বান জানানো হয়। সন্ধ্যা সাতটা থেকে এই মিছিল শাহবাগ থেকে শুরু হবে। সব ছাত্রসংগঠন ও প্ল্যাটফর্মকে মিছিলে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হাসান ইনাম।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।