
রাজধানীর নিউ ইস্কাটনে ফ্লাইওভার থেকে ছোড়া বোমার বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার রাত পৌনে আটটার দিকে নিউ ইস্কাটনের মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ফটকের সামনে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সিয়াম। তিনি চা খেতে এসেছিলেন, তখন ওপর থেকে বোমা এসে তাঁর মাথার ওপর পড়ে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।