রাজধানীর মিরপুরে প্রায় ছয় একর সরকারি খাসজমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে অবৈধ দখলদারেরা বিভিন্ন প্রতিষ্ঠানের নামে এসব জমি অবৈধভাবে ক্রয়-বিক্রয় করে আসছিলেন।
মঙ্গলবার ঢাকা জেলা প্রশাসন অভিযান চালিয়ে এই সম্পত্তি উদ্ধার করে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিবলী সাদিক প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন।
শিবলী সাদিক বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় আজ (মঙ্গলবার) রাজধানীর মিরপুরের বুড়িরটেক এলাকায় এই সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়। সেখানে আলীনগর হাউজিং, হ্যাভেলী প্রপার্টিজ, খাতুন প্রপার্টিজের নামে অবৈধভাবে জমি ক্রয়-বিক্রয় করা হয়েছিল।
অভিযান পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার অমিত কুমার সাহা ও মিরপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) অর্ণব মালাকার। এতে ঢাকা মহানগরীর সব সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত ছিলেন। অভিযানে পুলিশের বিপুলসংখ্যক সদস্য অংশ নেন।
সহকারী কমিশনার (ভূমি) অর্ণব মালাকার বলেন, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অনুকূলে সম্পত্তিটি অধিগ্রহণ করা হয়। তবে দীর্ঘদিন ধরে অব্যবহৃত রাখায় ২০০৯ সালে তৎকালীন জেলা প্রশাসক সম্পত্তিটি পুনঃ গ্রহণ করেন। ২০১৫ সালে পুনঃ গ্রহণের গেজেট প্রকাশিত হয়। প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তি অনুসারে এই জমির পরিমাণ ১০ দশমিক ১৮ একর। পরে এসব জমি খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করে রেকর্ড সংশোধন করা হয়েছে। যার মধ্যে প্রায় ছয় একর ভূমি থেকে অভিযানের মাধ্যমে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
উদ্ধার হওয়া জমিটি পরিদর্শন করেছেন ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান। তিনি বলেন, উদ্ধারকৃত ভূমিতে সরকারি সাইনবোর্ড স্থাপন ও কাঁটাতারের বেড়া দিয়ে সীমানা নির্ধারণ করা হয়েছে। সরকারি সম্পত্তি রক্ষায় পর্যায়ক্রমে দখলকৃত সব জমিতে উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে।