Thank you for trying Sticky AMP!!

ডেঙ্গুতে এক দিনে ৭ জনের মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত রোগীদের মশারির ভেতর রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) সাতজনের মৃত্যু হয়েছে। এ সময় ৯৮৩ জন রোগী ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আগের দিন ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছিল। আর ৮৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতির তথ্যানুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোয় নতুন রোগী ভর্তি হয়েছেন ৫৩২। সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে ৪৫১ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এত দিন ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ঢাকায় অনেক বেশি ছিল। কিছুদিন ধরে ঢাকার বাইরের বিভিন্ন জেলায়ও ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে।

এ নিয়ে চলতি বছর এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৩৯ হাজার ৭। এর মধ্যে ঢাকায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ হাজার ৫৪৮ জন এবং ঢাকার বাইরে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ১২ হাজার ৪৫৯ জন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৪৮ জন। তাঁদের মধ্যে ঢাকা মহানগরে মারা গেছেন ৮৯ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ৫৯ জন। গত অক্টোবরে এ বছর ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত হয়। গত মাসে মৃত্যু হয় ৮৬ জনের, আক্রান্ত হন ২১ হাজার ৯৩২ জন। গত সেপ্টেম্বরে দেশে ৯ হাজার ৯১১ জন আক্রান্ত মানুষের মধ্যে ৩৪ জন মারা যান। এ বছর এখন পর্যন্ত ৩৫ হাজার ২৬১ ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।

দুই দশকের বেশি সময় ধরে ডেঙ্গু বাংলাদেশে বড় ধরনের জনস্বাস্থ্য সমস্যা। ২০০০ সালের পর থেকে প্রতিবছর বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং এতে মৃত্যুও হচ্ছে। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮ হাজার ৪২৯ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।