Thank you for trying Sticky AMP!!

বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শব্দঘরের জন্মদিন পালন

অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ

সাহিত্য পত্রিকা শব্দঘর দশম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গুণী লেখক সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়। কথাসাহিত্যিক সুব্রত বড়ুয়া এ শিশুসাহিত্যিক আখতার হুসেনকে পোর্ট্রেট তুলে দেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা, শব্দঘরের সম্পাদক মোহিত কামাল ও প্রকাশক মাহফুজা আখতার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে

অনুষ্ঠানে গুণী লেখক সম্মাননা তুলে দেওয়া হয়

২০২২ সালের সেরা বইয়ের জন্য পাঁচজন লেখককে পুরস্কার দেয় শব্দঘর। তাঁরা হলেন পারভেজ হোসেন, খালেদ হোসাইন, বদিউদ্দিন নাজির, ফারহানা আজিম এবং আনজীর লিটন। পুরস্কারপ্রাপ্ত লেখকদের হাতে প্রশংসাপত্র, সম্মাননাপত্র ও নির্দিষ্ট অর্থমূল্যের চেক তুলে দেওয়া হয়। বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা, প্রবন্ধকার বিশ্বজিৎ ঘোষ, কথাসাহিত্যিক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, কবি শামীম আজাদ, শব্দঘরের সম্পাদক মোহিত কামাল ও প্রকাশক মাহফুজা আখতার।

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, বাংলা সাহিত্যে শব্দঘর যেমন সুন্দর, তেমনি মানসম্মত লেখা প্রকাশে অগ্রণী ভূমিকা রাখছে।