বিএসএমএমইউ
বিএসএমএমইউ

বিএসএমএমইউর বহির্বিভাগে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট চালু

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বহির্বিভাগে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি চালু হয়েছে। গতকাল শুক্রবার এই পদ্ধতি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, অনলাইনে সাক্ষাৎ সূচি পাওয়া গেলে বহির্বিভাগে রোগীদের দুর্ভোগ কমবে।

বিএসএমএমইউর বহির্বিভাগে প্রতিদিন পাঁচ হাজারের বেশি রোগী চিকিৎসা নিতে আসেন। এ জন্য টিকিট কিনতে লাইনে দাঁড়াতে হয়। অনেক রোগী লাইনে দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়ে পড়েন। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিলে আর লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না।

বিএসএমএমইউর ওয়েবসাইট – তে ঢুকে যে কেউ অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পদ্ধতি ওয়েবসাইটে ঢুকলেই বোঝা যায়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ে সব ধরনের সেবা স্বয়ংক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। বহির্বিভাগে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি চালু করা সেই উদ্যোগেরই অংশ।