ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় ঢাকার মিরপুর ১৩ নম্বরের শ্যামল পল্লী বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তর সূত্রে জানা গেছে, আজ রোববার রাত ৭টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। রাত ৮টা ১০ মিনিটে মিরপুর ফায়ার স্টেশনের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরে মিরপুর ফায়ার স্টেশনের ৩টি ইউনিট এবং কুর্মিটোলা ও পল্লবী ফায়ার স্টেশন থেকে আরও ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
রাত ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং আগুনে ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।